চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনায় টাস্কফোর্সের অভিযানে গাঁজাসহ তিন যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদ- প্রদান। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টার পর্যন্ত চালানো এ অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, হাবিবুর রহমান ও ফিরোজ হোসেন। পরে গতকালই ওই তিন যুবককে জেলা কারাগারে পাঠায় পুলিশ। কারাদ-প্রাপ্তরা হলো- নড়াইল জেলার কালিয়া থানার তালবাড়িয়া গ্রামের জয়দেব শিকদারের ছেলে জয়ন্ত জয় (২২), খুলনা জেলার রূপসা থানার বাহিরদিয়া গ্রামের মৃত ইব্রাহীম কাজীর ছেলে রাব্বি কাজি (২১) ও একই জেলার সোনাডাঙ্গা থানার করিমনগর গ্রামের সৈয়দ আবুল বাশারের ছেলে মারুফ হোসেন (২৩)। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, হাবিবুর রহমান ও ফিরোজ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক আকবর হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা হল্টস্টেশন পাড়ায় অভিযান চালান। এ সময় তিন যুবককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে জয়ন্ত জয়ের পকেট থেকে ১০ গ্রাম, রাব্বি কাজির মানিব্যাগ থেকে ২০ গ্রাম এবং মারুফ হোসেনের পকেট থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিন যুবকের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয় ।
পরে একই টিম অভিযান চালায় দর্শনা হল্ট চাঁদপুর গ্রামের মৃত আব্দুর রহিম শাহ ওরফে মান্দার শাহর ছেলে রিপন শাহের (৩৬) বাড়িতে। এ সময় রিপন শাহ পালিয়ে গেলেও বাড়ি থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১০০ গ্রাম গাঁজা। পরে রিপন শাহকে পলাতক দেখিয়ে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। গতকালই দ-প্রাপ্ত জয়ন্ত জয়, রাব্বী কাজী ও মারুফ হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়।