মুজিবনগর প্রতিনিধি: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার সু-শান্তা স্বেচ্ছাসেবী সংস্থার বাস্তবায়নে উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি ও দুঃস্থ্য শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সু-শান্তা কার্যালয়ের সামনে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ব্যক্তি ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। সু-শান্তা স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী প্রধান সাফিয়া শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই প্রমুখ। এসময় ১১টি হুইল চেয়ার, ১টি সেলাই ম্যাশিন ও ১১টি ব্যাগ ও শিক্ষা উপকরণ প্রতিবন্ধী ব্যক্তি ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।