জাতীয় শিশু পুরস্কারে বিভাগীয় প্রতিযোগিতা নৃত্যে সাফা প্রথম

জীবননগর ব্যুরো: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় এবারও ভরত নাট্যম নৃত্যে প্রথম হয়েছে সাংবাদিক কন্যা সাউদিয়া রহমান সাফা। গত রোববার খুলনা মুন্নুজান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাউদিয়া রহমান সাফা চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। সাফা জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জেলা শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর ছাত্রী। এর আগে জাতীয় পর্যায়ে সাধারণ, লোক ও ভরত নাট্যম নৃত্যে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সাফা জীবননগর প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক কাজি সামসুর রহমান চঞ্চল ও তানিয়া রহমান দম্পতির জৈষ্ঠ্য কন্যা। ঢাকাতে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সে সকলের দোয়াপ্রার্থী।