আলমডাঙ্গার কুমারীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা

আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে মাদেকর সাথে জড়াবেন না
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কুমারী ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, আপনাদের সন্তানদের প্রতি যতœবান হতে হবে। আপনি যদি আপনার সন্তানকে যোগ্য করে গড়ে তুলতে পারেন, তাহলে সেই সন্তান অপরাধের সাথে জড়াবে না। সেই সন্তান মাদকের সাথে জড়াবে না। সেই সন্তান ইভটিজিংয়ের সাথে জড়াবে না। সেই সন্তান বাল্যবিয়ের শিকার হবে না। তার জন্য আপনাদের সচেতন হতে হবে। আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে মাদকের সাথে জড়াবেন না। কারণ মাদক আপনাকে সন্তানদানের ক্ষমতা, সন্তান ধারণের ক্ষমতা নষ্ট করে দেয়। তাই সকলকে মাদক পরিহার করতে হবে।
সভায় জেলা পরিষদ সদস্য কাজল রেখার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি কুমারী দক্ষিণপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম হোসনে জাহান, কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন প্রমুখ।