দামুড়হুদায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দামুড়হুদা সবুজ দল বনাম আলুকদিয়া ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় দামুড়হুদা সবুজ দল একচেটিয়া প্রাধান্য বিস্তার করে চুয়াডাঙ্গা আলুকদিয়া একাদশকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। সবুজ দলের হয়ে ১১নং জার্সি পরিহিত শান্ত ১টি, ১৩নং জার্সি পরিহিত তাইবু ১টি এবং ৭নং জার্সি পরিহিত নাঈম ১টি গোল করে। খেলায় রেফারি ছিলেন সুভাষ চন্দ্র বিশ্বাস। সহকারী ছিলেন ইউসুফ আলী ও নুরুল। ধারাভাষ্য দেন শিক্ষক মোস্তাফিজুর রহমান। দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক আবুল হাশেম মেম্বার, দামুড়হুদা ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, দামুড়হুদা সবুজ দলের ম্যানেজার এনামুল হক, সাবেক ক্রীড়াবিদ শরীফুল আলম, আশাদুল হক, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম সন্টু, আমিরুল ইসলাম, ইমান আলী প্রমুখ।