গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেপুরে দোয়া এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা বিএনপির পৃথক স্থানে দোয়া ও আলোচনাসভার আয়োজন করে। এছাড়াও জেলা যুবদলের উদ্যোগেও দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, আজকে যখন আমরা তার জন্মদিন উদযাপন করছি, তখন আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে, বেআইনিভাবে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী শাসকগোষ্ঠী কারাগারে আটক করে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে। হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। গ্রেফতার করেছে, হত্যা করেছে, গুম করেছে। দেশকে একটা অগণতান্ত্রিক, স্বৈরাচারি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।’ আজ গণতন্ত্র অবরুদ্ধ, কারাগারে বন্দি। শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সংগ্রাম চালিয়ে যাওয়া।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বাদ আছর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির সদস্য শ্রমিক দলের সভাপতিত্ব এম জেনারেল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আহসান হাবিব মুক্তি, সাধারণ সম্পাদক এমএ তালহা, যুগ্মসম্পাদক মঞ্জুরুল জাহিদ, জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠিনক সম্পাদক আহসান হবীব মামুন, ছাত্রনেতা মতিউর রহমান মিশর, রানা হামিদ, যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তার, শরিফুল কবীর জুয়েল, আতিকুর রহমান বাচ্চু, সুমন রশিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দীন।
এদিকে, চুয়াডাঙ্গা বড় বাজার রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সহসভাপতি কুদ্দুস মহলদার। প্রধান অতিথি দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও জেলা মৎস্যজীবী দলের যুগ্মআহ্বায়ক কামরুজ্জামান বাবলু। উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী পৌর কাউন্সিলর শেফালী বেগম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল হান্নান, মনিরুজ্জামান লিপ্টন, আনিসুল হক বিশু, জেলা যুবদলের সদস্য শাহাবুদ্দিন, অপু, হাবিবুর রহমান রাজিব, হাসান আলী, শাহাজামাল, মহাসীন আলী, রফিক, আব্দুল লতিফ ফতো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রদলের নেতা মোস্তফা জামান মস্ত, মো. আব্দুল হাদি জিতু, মোস্তাফিজুর রহমান কনক, ওমর ফারুক সুমন, জোসিও, জিসান প্রমুখ। আলোচনাসভা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে বাদ আছর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, খেদু, তৌফিকুজ্জামান তৌফিক, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুগ্মসম্পাদক আব্দুস সালাম বিপ্লব, রবিউল হক মল্লিক, বকুল, সহ-সাধারণ সম্পাদক হুসাইন মো. আমের, পিনু মুন্সি, জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান, কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মোমিন, দফতর সম্পাদক মামুন উর-রশিদ টনিক, সহদফতর সইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক শহীন আক্তার, সহআইন বিষয়ক সম্পাদক ফিরোজ, সহকৃষি বিষায়ক সম্পাদক শরিফুল ইসলাম সুমন, চুয়াডাঙ্গা জেলা যুবদলে সদস্য রাহাত মালিক রাজিব, বিপুল হাসান হজি, আজিজুল হক, কাজল, সোলায়মান, নজরুল, সাবউদ্দীন, আশরাফুল, ফয়সাল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৪তম জন্মবার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল রোববার সকালে শহরের কালাম মার্কেট মিলনায়তনে জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, ইলিয়াছ হোসেন প্রমুখ।