বিনোদন ডেস্ক: ভারতের খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মুম্বাই-পুনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শাবানার গাড়িতে একটি ট্রাক জোরে ধাক্কা দিলে গাড়ি মুহূর্তেই চুরমার হয়ে যায়। দুর্ঘটনাস্থলে দ্রুত লোকজন ছুটে এসে অভিনেত্রীকে উদ্ধার করে। পেছনের সিটে থাকায় প্রাণে বেঁচে যান অভিনেত্রী। শাবানার স্বামী জাভেদ আখতার অক্ষত আছেন। তবে তাদের সঙ্গে থাকা আরেক নারীর অবস্থা সংকটাপন্ন।