বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

সভাপতি আলী আখতার সাধারণ সম্পাদক লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার ৩য় বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় গুলশানপাড়ায় নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার প্রথম পর্ব প্রতিষ্ঠানে সভাপতি মো. ইদ্র্রিস হোসেনের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ সভা শুরু হয়। আনুষ্ঠানিক কার্যক্রমের প্রারম্ভে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং সারাদেশে প্রবীণ হিতৈষী সংঘের যে সকল সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মজিদ। সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ একিউএম আলফাজ উদ্দিন ২০১৮-২০১৯ অর্থ বছরের অডিট ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন। তার ওপর বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়াও কোষাধ্যক্ষের উপস্থাপিত ২৪ লাখ ৩ হাজার টাকার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পাস করা হয়। সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জীবন সদস্যদের মধ্যে অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, অ্যাড. সেলিম উদ্দীন খাঁন, সাবেক অধ্যক্ষ এসএম ই¯্রাফিল, আসাদুজ্জামান, আবু বকর, খলিলুর রহমান, লুৎফর রহমান, আব্দুল হালিম, সাবেক অধ্যক্ষ শ্যামল কুমার সাহা, মো. ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট কামরুল আরেফিন, আবু সাইদ হেলাল নূর, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদ, একেএম আলী আখতার, রওশন আলী, দাতা সদস্যদের মধ্যে আব্দুল কাদের জগলু ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ পর্বে অনুষ্ঠান পরিচালনা করেন জীবন সদস্য ও সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী।
প্রথম পর্ব সমাপ্তির পর দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ২০২০-২০২২ কমিশনের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী ও আসাদুজ্জামান। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি একেএম আলী আখতার ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ নি¤œবর্ণিত ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ২০২০-২০২২ গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর, কোষাধ্যক্ষ একিউএম আলফাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য নজির আহমেদ, কামরুল আরেফিন, আবু সাইদ হেলাল নূর, বিশ্বনাথ কর্মকার, এমএস আব্দুল মোমিন, হারুন-অর রশিদ ও নূর জাহান।