সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদে সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে-২০২০ সভাপতি-সম্পাদক পদসহ ১৫টি পদের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত তৃতীয়তলা ভবনের মিলনায়তনে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক অ্যাড. মজিবুল হক চৌধুরী মিন্টু এ ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিতরা হলেন সভাপতি পদে অ্যাড. আলহাজ সেলিম উদ্দিন খান, কার্যকরী সভাপতি পদে অ্যাড. আকসিজুল ইসলাম রতন, সহ-সভাপতি পদে জুলফিকার আলী মুকুল, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মহ: শামসুজ্জোহা, কার্যকরী সম্পাদক পদে অ্যাড. মইন উদ্দিন মইনুল, যুগ্মসম্পাদক পদে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, কার্যকরী সদস্য পদে অ্যাড. এমএম শাহজাহান মুকুল, আজিজুর রহমান রবি, আব্দুল বারী, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. মনিবুল হাসান পলাশ, অ্যাড. নুরুল ইসলাম, অ্যাড.আ.স.ম. আব্দুর রউফ, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা ও অ্যাড. শফিকুল ইসলাম।
নির্বাচন পরিচালনা উপরিষদের সদস্য হিসেবে হাজি অ্যাড. এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. মফিজুর রহমান দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ অ্যাড. মোল্লা আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার। অভিনন্দন বার্তায় তারা বলেন, নবনির্বাচিত এ কমিটি আগামী একটি বছর বার ও বেঞ্চের সাথে সুসম্পর্ক রেখে আয়কর আইনজীবীদের স্বার্থ সংরক্ষণে উদ্যোগী হবেন এবং দেশের উন্নয়নে অবদান রাখবেন।