পুলিশ আপনাদের সকল সেবাই দেবে
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ সেøাগানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার) বলেন, ‘আমি জনতার পুলিশ হবোই। আপনারা পুলিশের কাছে কি ধরনের সেবা নিতে চান, পুলিশ আপনাদের সকল সেবাই দেবে। আপনারা যে ধরনের সেবা চান পুলিশ দিতে প্রস্তুত। মাত্র একটা ফোন দেবেন, যখন ইচ্ছে। যতো রাতই হোক, আমাদের জানান। মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, নারী নির্যাতন যা তথ্য দিতে চান আমি সকলের জন্য উন্মুক্ত করেছি। পুলিশের কোনো সেবা নিতে কুষ্টিয়ায় টাকা লাগবে না। যদি কোনো পুলিশ অর্থ লেনদেন বা টাকা চাই আমাকে জানাবেন। আমি দুর্নীতি মুক্ত পুলিশ চাই। আমি জনতার পুলিশ হতে চাই।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আজাদ রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা শরীফ, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রমুখ।