মাথাভাঙ্গা মনিটর: ইরানে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের নিষিদ্ধের নির্দেশ দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইরানের ফুটবল ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে। এএফসি চিঠির মাধ্যমে ইরানকে জানিয়েছে, এখন থেকে ইরানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। গত ৮ জানুয়ারি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের পরপরই ভুল করে ভূপাতিত করে ইরান। এতে ঐ বিমানে থাকা ১৭৬ জনের সবাই নিহত হন। যাদের বেশির ভাগই ইরান ও কানাডার নাগরিক। এই ঘটনার পর থেকেই ইরানে বিক্ষোভ চলছে। বিমান দুর্ঘটনার সাথে এএফসির নেয়া সিদ্ধান্তের কোন সংশ্লিষ্টতা আছে কিনা তা জানায়নি ইরান। এএফসিও এ ব্যাপারে কিছু বলেনি।