ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগকে সু-সংগঠিত করে বিরোধী দলের সকল অপপ্রচার রুখতে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ভালাইপুর মোড় পান হাটসংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়। চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইনতাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক সাবেক চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা সাবেক জেলা যুবলীগ নেতা আব্দুল আলিম ফটিক, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতা মহাসিন আলী মল্লিক, কৃষকলীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম মল্লিক, মনজুর রহমান, ইমরান হোসেন, ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা সাইদুর রহমান, স্বজল মিয়া, আকরামুল হক, মোফাজ্জেল হক, ওয়াসিম আলী, মনিরুজ্জামান মনি, ইলিয়াছ হোসেন, সেলিম রেজা, লিটন হোসেন, রিন্টু হোসেন, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, মিলন হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগের নেতা মাহবুব হক টিটু।