আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পেইন্টার মিস্ত্রি সমিতির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বার্জার পেইন্ট পেইন্টার কোম্পানির আয়োজনে আলমডাঙ্গার আট কপাটে সেমিনার অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা রং মিস্ত্রি সমিতির সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর কাউন্সিলর ও পৌর আ.লীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ডালিম হোসেন, সাবেক সভাপতি শফিউল হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, আশরাফুল, কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল বাশার, জোনাল অফিসার সাইফুল ইসলাম, কালার কনসালটেন্ট নাসিম শাহারিয়ার, কবি গোলাম রহমান চৌধুরী, মিল্টুন হার্ডওয়ারের মালিক মিল্টন আলী, ওহিদ হার্ডওয়ারের মালিক ওহিদুল ইসলাম ওহিদ। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ বাবু, সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন, ধর্ম সম্পাদক আলতাফ হোসেন, দফতর সম্পাদক জান্টু, ক্রীড়া সম্পাদক ছামাদ, প্রচার সম্পাদক ফেলু, উপদেষ্টা শুভ, আবুল, সোহাগ, সান্টু, কাওছার, মিস্ত্রি ফারুক, সজল, সাজু, রিপন, কানাই, লালু, ইমরান, বাবলু, ইউনুস, হারুন, জাহিদ, মাসুম, লিটন, রহমান, ইংরেজ, মাহাবুর, মিল্টন,ইনা, শ্যামল প্রমুখ। সেমিনার শেষে বার্জার পেইন্টার কোম্পানির পক্ষ থেকে মিস্ত্রিদের লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।