বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহাবুরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাহাবুরের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক মালামালসহ সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খানের নির্দেশে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রাজিব আলী গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মাদকবিরোধী অভিযান চালান আকন্দবাড়িয়া কেরুজ জৈব সারকারখান সামনের পাকা রাস্তার ওপর। এসময় পুলিশ ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার মৃত এজাজুল হকের ছেলে মাহাবুর রহমানকে (৩৩)। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গতকালই মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ। ওসি আবু জিহাদ বলেন, চলমান অভিযান যেমন অব্যাহত থাকবে তেমনি মাদকের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। মাদককারবারি, বহনকারী ও সেবনকারী পরিবার সমাজ ও রাষ্ট্রের শত্রু। আর শত্রুর সাথে কোনো আপস নয় পুলিশের।