মেহেরপুরে পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের পুত্রবধূ সালমাকে শ্বাসরোধ করে হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কোলা বাইপাস সড়কের দু’পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সালমার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করে এবং স্লোগান দেয়। বক্তব্য রাখেন আবদুল কাদের, বুলবুলি খাতুন, রাশেদুল, শফিকুল ইসলাম, বদরুদ্দীন, শাহানারা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, বুধবার দিনগত রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে ইকবায়রা তার পুত্রবধূ সালমাকে স্বামীর অনুপস্থিতিতে কুপ্রস্তাব দেয়। এতে সালমা রাজি না হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ ঝুলিয়ে রেখে ইকবায়রা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়। গত বৃহস্পতিবার পুলিশ ময়নাতদন্ত শেষে সালমার মরদেহ তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়।