দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নওজোয়ান সংঘের আয়োজনে দামুড়হুদা নিউ স্টার ক্লাব বনাম নওজোয়ান সংঘের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় শেষ হওয়ায় শেষমেষ টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে নওজোয়ান সংঘ ২-১ গোলে নিউ স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নিউ স্টারের হোসেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় এবং নওজোয়ান সংঘের জুবায়ের ম্যান অফ দি ম্যাচি নির্বাচিত হন। খেলায় রেফারি ছিলেন সুভাষ চন্দ্র বিশ্বাস। সহকারী ছিলেন নুরুল ও মোস্তাক। ধারাভাষ্য দেন শিক্ষক মোস্তাফিজুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কতার বিতরণ করা হয়। নওজোয়ান সংঘের সভাপতি মুনছুর আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক থেকে যুব সমাজকে ফেরাতে তাদেরকে মাঠমুখি করতে হবে। মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে। শুধুমাত্র আইন দিয়ে যুবসমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়। একমাত্র খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত যুবসমাজ গড়া সম্ভব। দামুড়হুদা নওজোয়ান সংঘের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবীর ইউসুফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ আলী মাস্টার, দামুড়হুদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, যুগ্মসম্পাদক হযরত আলী, যুগ্মসম্পাদক বখতিয়ার হোসেন বকুল, প্রভাষক জাফর ইকবাল, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন, ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী ইছা মেম্বার, নিউ স্টারের সভাপতি আব্দুল হাকিম, ক্রীড়া সংগঠক শহিদ আজম সদু, আমিনুল ইসলাম সন্টু, আমিরুল ইসলাম, ইমান আলী প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ইলিয়াছ, শরিফুল, আনারুল, ফরহাদ, ইমরান, জাহাঙ্গীর, রতন কুমার শর্মা প্রমুখ।