মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুর অফিস: মেহেরপুরে মিলন হোসেন নামে এক বাংলাদেশি কৃষককে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী-বিএসএফ। গতপরশু বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সীমান্ত গ্রাম কুতুবপুর ইউনিয়নের শোলমারীর মাঠ থেকে তাকে তুলে নিয়ে যায়। গতকাল শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ঘটনা অস্বীকার করেছে বিএসএফ। মিলন হোসেন ওই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, সীমান্তের ১২৯নং পিলারের কাছে নিজ জমিতে কাজ করছিলেন মিলন। সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতিকালে ৮৪ বিএসএফ নন্দনপুর ক্যাম্পের সদস্যরা এসে তাকে ধরে নিয়ে যায়। ঘটনার পর মিলন হোসেনকে ফেরত চেয়ে ৬ বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়।
বিজিবি শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আবদুল মান্নান জানান, গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯/৫এস’র কাছে উভয় দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ মিলন হোসেনকে তুলে নেয়নি বলে জানিয়েছে। তবে স্বজনরা মিলন হোসেনকে তুলে নেয়ার অভিযোগ করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে ৬ বিজিবির শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও ৮৪ বিএসএফ নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং নেতৃত্ব দেন।