কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা মুন্সিপুরের একাধিক মামলার আসামি হাসিবুলকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪ টায় কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড় থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (৩২) ফেনসিডিল নিয়ে দর্শনার উদ্দ্যেশে রওয়ানা দিচ্ছে এ খবরে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পর হাসিবুল এলে পুলিশ তাকে আটক করে এবং শরীর তল্লাশি করে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, হাসিবুল একাধিক মামলার আসামি ও একটি মামলায় পলাতক। এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় আসামিকে সোপর্দসহ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।