কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে রড বোঝাই আলমসাধু চাপায় আদনান (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মস্তবাপুর হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটে। সে উপজেলার মস্তবাপুর গ্রামের মোজাম খাঁয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ওই গ্রামের মহিদুল ইসলাম জানান, গতকাল দুপুর ১টার দিকে দাদা মকছেদ খাঁ তার আদরের নাতি আদনানকে কাঁধে নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। তারা কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মস্তবাপুর হাইস্কুলের নিকট পৌঁছুলে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই আলমসাধু পেছন থেকে ধাক্কা দেয়। এসময় দাদা নাতি দুজনই সড়কের উপর পড়ে আহত হন। পরে গুরুতর আহত শিশু আদনানকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ তত্তিপুর পুলিশ ফাঁড়ির আইসি ছামছুল ইসলাম জানান, ইতোমধ্যে রড বোঝাই আলমসাধুটি আটক করা হয়েছে।