দর্শনা অফিস: দামুড়হুদা ঝাজাডাঙ্গার সেলিনাকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই মারুফ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা রেলবাজার-বাসস্ট্যান্ড সড়কে। পুলিশ এ সড়কের কেরুজ জিয়া গেট নামক স্থান থেকে গ্রেফতার করে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাজাডাঙ্গার গোলাম রহমানের মেয়ে সেলিনা খাতুনকে (৩৫)। গ্রেফতারকৃত সেলিনার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধারের তথ্য দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে গতকালই সেলিনার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।