স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিটিভির সাংবাদিক রাজন রাশেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপালনগর গ্রামে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। থানায় অভিযোগের পরপরই একজনকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে সাংবাদিক রাজন রাশেদ রাজমিস্ত্রির টাকা দেয়ার জন্য নিজের প্রাইভেটযোগে পিরোজখালী গ্রামে যাওয়ার পথে তিনি লাঞ্ছনার শিকার হন।
অভিযোগসূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিভিশন চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসার শিক্ষক রাশেদীন আমিন (রাজন রাশেদ) গতকাল শুক্রবার বিকেলে গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে যান মায়ের মিলাদ মাহফিল অনুষ্ঠানে। সেখান থেকে স্ত্রী-মেয়েসহ চুয়াডাঙ্গার হকপাড়ার বাড়িতে ফিরছিলেন। এরই মধ্যে সিদ্ধান্ত নেন পিরোজখালী গ্রামে রাজমিস্ত্রির টাকা শোধের। সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেটকারযোগে তারা পিরোজখালী গ্রামের উদ্দেশে রওনা দেন। সদর উপজেলার গোপালনগর গ্রামের মসজিদের কাছে পৌঁছুলে দুজন মোটরসাইকেল নিয়ে আড়াআড়িভাবে দাঁড় হয়ে যান। এ সময় দুজন অভিযোগ করতে থাকেন চলন্ত প্রাইভেটকার তাদের দিকে চাপিয়ে দেয়া হচ্ছিলো। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রাইভেট থেকে নামিয়ে সাংবাদিক রাজন রাশেদকে ওই দুজন শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং গায়ের জামাকাপড় ছিঁড়ে দেন। এ সময় সাংবাদিক রাজন রাশেদের কাছে থাকা ২৩ হাজার টাকাও ওই দুজন ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেন। রাজন রাশেদ জানান, সদর উপজেলার কুলচারা গ্রামের উজ্জ্বল ও গোপালনগরের জিয়া নামের দুজন এ ঘটনা ঘটিয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্ত উজ্জ্বলকে আটক করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।