স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীর আলমসাধু চালক ইসরাফিল কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া বাইপাস সড়কে একটি বালু ভর্তি ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি। ইসরাফিল গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত নুর বকসের ছেলে। হিজলবাড়িয়া গ্রামের মিজানুর রহমান জানান, ইসরাফিল আলমসাধু নিয়ে প্রায় প্রতিদিন কুষ্টিয়াতে ভাড়ায় যান। প্রতিদিনের ন্যায় আজও সে আলমসাধু গাড়ি নিয়ে কুষ্টিয়াতে ভাড়ায় যান। পরে কুষ্টিয়া থেকে গাংনী উপজেলা শহরের এক ব্যবসায়ীর চাল নিয়ে ফিরছিলেন। এসময় তিনি আলমসাধু নিয়ে কুষ্টিয়া শহরের বাইপাস সড়ক এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুকে ধাক্কায় দেয়। এতে আলমসাধু গাড়ি থেকে চালক ইসরাফিল ছিঁটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। ইসরাফিল প্রায়ই ১০ বছর যাবত পার্শ্ববতি কুলবাড়িয়া গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। পরে সন্ধ্যায় তাকে তার শ্বশুরের এলাকা কুলবাড়িয়া গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন করা হয়।