বিনোদন ডেস্ক: কলকাতার খ্যাতিমান অভিনেতা দীপঙ্কর দে বৃহস্পতিবার রাতে বিয়ে করেন। পরেরদিনই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শুক্রবার বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা দীপঙ্কর দে-কে।
জানাগেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। বৃহস্পতিবার রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা দীপঙ্কর দে। বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি রেস্তোরাঁতে বসেছিল দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়ের আসর। তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। অবশেষে বৃহস্পতিবার তারা তাদের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন।