জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গায় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় উপজেলা পরিষদের গভন্যার্স পরিচালনা ব্যব¯’া উন্নয়ন কৌশল এবং উপজেলা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন নির্দেশিকা এর খসড়ার উপর পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক ও ¯’ানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরামর্শ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ও অধ্যক্ষ ড. মোবাশ্মের মোমেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুমিন লিংকন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. মিরাজুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, কাজী মারজাহান মিতু, আব্দুস সালাম ইশা, মাসুদুর রহমান মাসুম, শাহিদা খাতুন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সং¯’ার সমন্বয়কারী সাইদুর রহমান ও ইউআইসিডিপির কনসালট্যান্ট আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।