দামুড়হুদায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন, দশমী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বিলকিস, দামুড়হুদা সদর ইউপি সচিব শামীম রেজা, চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়নচন্দ্র পালসহ ইউনিয়নের সকল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।