কার্পাসডাঙ্গা প্রতিনিধি: মুজিববর্ষকে সামনে রেখে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক, চিত্রাংকন, কবিতা আবৃতি, একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ছবির উদ্দিন। প্রতিযোগিতা পর্ব শেষে দুপুর ২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান, প্রধান শিক্ষক আনিছুল হক, কামাল হোসেন, আশরাফুজ্জামান লাল্টু, আব্দুর রউফ, নাজমুল আহসান, কামাল হোসেন, মুনতাসির সুমন, লাল মোহাম্মদ, বিলাল হোসেন, সাহানা পারভিন, জেসমিন জাহান, কুলসুম খাতুন প্রমুখ। প্রতিযোগিতায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করে।