দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে নাস্তিপুরের ইয়াজতুল্লা এবং চ-িপুরের টুকুলকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুড়–লগাছি বাজারের কাদেরের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মৃত কায়দার আলী বিশ্বাসের ছেলে ইয়াজতুল্লাহ (৪২) এবং একই উপজেলার চ-িপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আরিফুল ইসলাম টুকুল (৪০) মাদক পাচারের উদ্দেশে কুড়–লগাছি বাজারে অবস্থান করছে। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাসের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই শেখ রফিকুল ইসলাম এএসআই রমেন কুমার সরকার, এএসআই মসলেম উদ্দীন ও এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই কুড়–লগাছি বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুড়–লগাছি বাজারের কাদেরের চায়ের দোকানের সামনে থেকে ওই মাদককারবারিকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সেকেন্ড অফিসার এসআই শেখ রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।