গাংনী প্রতিনিধি: ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে গাংনী উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে রাইপুর মাধ্যমিক বিদ্যালয়। গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী মেলার সমাপনী দিনে গতকাল মঙ্গলবার মূল্যায়ন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ফসলের মাঠে ব্যবহৃত সেচ পাম্পের নিরাপত্তাসহ বাসা ও অফিস এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তার কাজের জন্য তৈরী অ্যাডভান্স সিকিউরিটি প্রকল্প সফলভাবে উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করে রাইপুর মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেছে জোতি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।