মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা চত্বরে দু’দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গত রোববার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ঘোষণা করেন। সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলমের সভাপতিত্বে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফন নেছা লতা, উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ। পরে অতিথিরা মেলার সকল স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২১ স্টল দিয়ে সাজানো হয়েছে।