মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের প্রথম দিন গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে অললাইনে আবেদনকৃত তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কার্যক্রমে অংর্শগ্রহণ করেন। এসময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনিসহ ওই মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কার্যক্রম কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, গতকাল সোমবার দারিয়াপুর ইউনিয়নের ২৪জন আবেদনকারী এ কার্যক্রমে অংর্শগ্রহণ করেন এবং আজ মঙ্গলবার বাগোয়ান ইউনিয়নের আবেদনকারীদের স্বাক্ষাত অনুষ্ঠিত হবে।