বিনোদন ডেস্ক:ভারতের কালারস টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এর প্রতিযোগী আরতি সিং। সম্প্রতি অনুষ্ঠানটিতে তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান তিনি; যা শুনে শিউরে উঠেছেন সবাই। আরতি ওই অনুষ্ঠানে বলেন, তিনি যখন কিশোরী তখন বাড়ির কাজের লোক তাকে ধর্ষণের চেষ্টা করে। নিজেকে বাঁচাতে সেদিন তিনতলা থেকে লাফ দেন তিনি। সেই ঘটনা শুনে স্তম্ভিত হন অন্য প্রতিযোগীরা।
আরতি জানান, তিনি লখনউতে বড় হয়েছেন। ওই শহরের মানুষ সাধারণত তাড়াতাড়ি ঘুমোতে যান। একদিন আরতি তার নিজের ঘরে ঘুমিয়ে, ওই সময় অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু কিশোরী আরতি তখন সমস্ত শক্তি প্রয়োগ করে ওই ব্যক্তির হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে নিজেকে ওর হাত থেকে ছাড়াতে পেরেছিলাম। তারপর তিনতলা থেকে লাফ দেই। সেইদিন বুঝেছিলাম আমি কতটা শক্তিশালী, আমি মা মা বলে চিৎকার করে রাস্তা দিয়ে ছুটেছিলাম। আমার জীবনের প্রথম জঘন্য অভিজ্ঞতা ছিল সেটা।’ আরতির ছোটবেলার এই ঘটনার কথা জেনে অনুষ্ঠানে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন।