দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মাসিকসভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ে জোর আলোচনা করা হয়। মুজিববর্ষে বাল্যবিয়েকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয় এবং যেকোনো মূল্যে বাল্যবিয়ে প্রতিরোধ করা হবে বলেও জানানো হয়। বাল্যবিয়ের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স রেখে অভিযান অব্যাহত রাখার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) কেএম জাহাঙ্গীর কবীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আব্দুল গফুর, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবী, সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জহির উদ্দিন বাবর, মুন্সিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মতিউর রহমান, ইফার উপজেলা সুপারভাইজার মারিয়া মাহবুবা প্রমুখ। সভার সিদ্ধান্তসমূহ লিপিবদ্ধ করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।