টালিউডে মোশাররফ করিমের অভিষেক

বিনোদন ডেস্ক: এবার টালিউডের ছবিতে অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের। ছবির নাম ‘ডিকশনারি’। এটি নির্মাণ করছেন ভারতের পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। ভারতীয় সংবাদমাধ্যম  টাইমস অব ইন্ডিয়া এ তথ্য দিয়েছে। মোশাররফ করিম ছাড়াও এই ছবিতে থাকছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চ্যাটার্জি। জানা গেছে, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহানকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তার অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।  ‘ডিকশনারি’ বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে তৈরি।  ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হবে। প্রায় এক দশক পর আবার পরিচালনায় ফিরছি। এর আগে ‘রাস্তা’, ‘তিস্তা’ ও ‘তারা’ পরিচালনা করেন ব্রাত্য। ‘ডিকশনারি’ তার পরিচালিত চতুর্থ ছবি।