ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং মাগুরাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার সিরাজুল ইসলাম। প্রধান অতিধি ছিলেন সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবাইদুর রহমান ঝন্টু। বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওহিদুলজ্জামান উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক খানজাহান আলী, সাইদুর রহমান ডাবলু, আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করেন সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবাইদুর রহমান ঝন্টু। ১নং সাধুহাটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শফিউদ্দীন, সাধারণ সম্পাদক দেলসার আলী, ২নং পোতাহাটি ওয়ার্ড সভাপতি মো. আল-আমিন হোসেন রুবেল, সাধারণ সম্পাদক রুবেল হাছান ও ৩নং মাগুরাপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছিন আলী ও সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলামের নাম ঘোষণা করেন।