স্টাফ রিপোর্টার: দামুড়হুদা বড়বলদিয়ার হাফিজুল মোল্লাকে গাঁজাসহ আটক করেছে র্যাব। গত শনিবার রাতে বাজারপাড়ার জামশেদের দোকানের সামনে থেকে তাকে আটক করে ঝিনাইদহ র্যাব। এসময় হাফিজুল মোল্লার (৪৮) নিটক থেকে ৩ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাতেই মাদকদ্রব্য আইনে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঝিনাইদহ র্যাবের চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে অভিযানে বের হন। রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া বাজারপাড়া জামশেদের মুদি দোকানের সামনে হাফিজুল মোল্লাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে একটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। হাফিজুল মোল্লা বড়বলদিয়া মাঝেরপাড়ার মৃত আলীম মোল্লার ছেলে।