দামুড়হুদায় সুবিধা বঞ্চিতদের আইনগত সেবার বার্তা পৌঁছে দিতে লিগ্যাল এইড’র উঠোন বৈঠক

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগণকে আইনগত সেবার বার্তা পৌঁছে দেয়ার লক্ষে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোক্তারপুর উত্তরপাড়ায় জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জামান সোস্যাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিক জিপি হ্যাচারির ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে উঠোন বৈঠকে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. শামসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনকে সম্পূর্ণ বিনামূল্যে আইনগত সহায়তা দেয়ার জন্য জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থা চালু করেছে। যৌতুক, তালাক, মানবপাচার, নারী নির্যাতনসহ সকল প্রকার আইনি সহায়তা এ সংস্থার মাধ্যমে দেয়া হয়। এখানে কোনো টাকা লাগে না। অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগণকে সম্পূর্ণ বিনা টাকায় আইনি সহায়তা দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা জজ আদালত ভবনের নিচতলায় লিগ্যাল এইডের অফিস। এখানে আসার পথে কোনো দালালের খপ্পরে না পড়ার জন্যও সকলকে পরামর্শ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামান সোস্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আজিজুল হক কবীর, এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, হিসাব রক্ষক আবুল হাশেম, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, ইউপি সদস্য আশাদুল হক প্রমুখ।