চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা রাখার অপরাধে একজনকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত গাঁজা রাখার অপরাধে পিরোজখালীর মন্টু ম-লকে ৬ মাসের কারাদ- প্রদান করেছেন। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার পিরোজখালী গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। কারাদ-প্রাপ্ত মন্টু ম-ল পিরোজখালী গ্রামের গাংপাড়ার মৃত দিদার ম-লের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পিরোজখালী গ্রামে অভিযান চালান। এসময় গাংপাড়ার মৃত দিদার ম-লের ছেলে মন্টু ম-লকে (৪০) তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। একইসাথে উদ্ধার করা হয় ৫শ’ গ্রাম গাঁজা। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মন্টু ম-লকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই দ-প্রাপ্ত মন্টুকে জেলহাজতে প্রেরণ করা হয়।