স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা স্টেশনের টয়লটের ময়লা পায় নিষ্কাশনের নালা উপচে ছড়ানো তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এলাকার দোকানিসহ বসবাসকারীরা। দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের নিকট নালিশ করেও প্রতিকার না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা। তবে খবর পেয়ে গতকাল পৌরসভার সাফাইকর্মীরা কিছুটা পরিষ্কার করলে সাময়িক স্বস্তি মেলে।
স্টেশনের টয়লটের নালা উপচে দুর্গন্ধ ছড়ানোর বিষয়ে অভিযোগ তুলে এলাকার ব্যবসায়ীদের মধ্যে টুটুল মিয়া, বাবু মিয়া, রফিক হোসেন, নিসাদ আলী প্রমুখ ক্ষোভ প্রকাশ করে বলেন, সমস্যাটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে। ফলে এলাকাবাসীর তরফে স্টেশন মাস্টারকে বিষয়টি জানিয়ে প্রতিকার প্রার্থনা করা হয়। এতেও কোনো কাজ হয়নি। বরঞ্চ দুর্গন্ধের সমস্যা দিন দিন বাড়ছে। এ বিষয়ে স্টেশন মাস্টার গ্রেড ফোর এএম ইউসুফ পলাশের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাসখানেক আগে একবার টয়লটের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য উদ্যোগ নেয়া হয়। ওই সময় দুর্গন্ধ ছড়াবে ভেবে অনেকেই বাধা হয়ে দাঁড়ান। এরপর এরকম সমস্যা দেখা দিয়েছে। যতো দ্রুত সম্ভব পরিষ্কার করে এলাকা দুর্গন্ধমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হবে।