মেহেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীর পা ভেঙে দেয়ার অভিযোগ

আমঝুপি প্রতিনিধি: বিভিন্নভাবে দেশে নারী নির্যাতন হয়ে আসছে। মেহেরপুরেও গ্রামগঞ্জে প্রতিনিয়ত স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন বেড়েই চলেছে। কেউ দিচ্ছে তালাক, কেউ করছে শারীরিক বা মানসিক নির্যাতন। সম্প্রতি মেহেরপুর জেলার কুতুবপুর ইউনিয়নের হিতিমপাড়া গ্রামে এক সন্তানের জননী গৃহবধূ শ্যামলীর (২৫) ডান পা ভেঙে দিয়েছেন স্বামী ইদ্রিস আলী। যৌতুকের দাবিতে তিনি এ কাজ করেছেন। তারপর তালাকের কাগজে জোর করে সই করে নিয়েছেন বলে শ্যামলীর অভিযোগ।
অভিযোগে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের সোহরাব হোসেনের মেয়ে স্বামী পরিত্যক্তা ১ সন্তানের জননী শ্যামলীর সাথে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হিতিমপাড়া গ্রামের মৃত ফজলু হকের ছেলে ইদ্রিস আলীর ৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের ছ’মাস পার হতে না হতেই নানাভাবে যৌতুকের দাবিতে শ্যামলীকে মারধর করে আসছিলেন তার স্বামী। অনেক যন্ত্রণা সহ্য করে স্বামীর ঘর করাই ছিলো তার স্বপ্ন। কিন্তু স্বামী ইদ্রিস আলী সম্প্রতি গৃহবধূ শ্যামলীকে ডান পায়ের নিচে ইট রেখে আরেকটি ইট দিয়ে ডান পা ভেঙে দেন। গত ৫ জানুয়ারি নির্যাতনের শিকার গৃহবধূ লিখিত আবেদন করলে মউক থেকে একটি তথ্যানুসন্ধান দল হাসপাতালে ও তার বাড়িতে গিয়ে খোঁজ নেয়। ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে মউক নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম জানিয়েছেন। এ বিষয়ে গৃহবধূকে চিকিৎসাসহ মউকের পক্ষ থেকে আইনগত সহায়তার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিনি এই নারী নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।