প্রবাহমান শৈত্যপ্রবাহ প্রশমনের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দুস্থ শীতার্তদের মাঝে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী ও টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে প্রবাহমান মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়ে বলেছে, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও- কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অপরদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে শীতার্তদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থাসহ ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার দশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট ও যশোরে ১০ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয় চত্বরে শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দফতর, জেলা প্রশাসক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। এসময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যকরী সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবীর ও ইউনিট অফিসার গৌরচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান জাহাঙ্গীর আলম, উপ-যুব প্রধান (১) জান্নাতুল নাঈমা ও উপ-যুব প্রধান বিপ্লব হোসেনসহ যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শহিদুল ইসলাম সাহান বলেন, আগামীতে এর চেয়ে বেশি সংখ্যক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারি সেজন্য রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি, আজীবন সদস্য, জেলা প্রশাসন, জাতীয় সদর দফতর এবং সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
এদিকে, চুয়াডাঙ্গার আলুকদিয়া মনিরামপুরে আত্মবিশ্বাসের উদ্যোগে ৫শ’ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস ও কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ইকতিয়ার উদ্দিন রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আত্মবিশ্বাসের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যানেজার মো. হাসান।
অপরদিকে, চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার সময় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, গাংনী সরকারি কলেজের প্রভাষক মজিবুল হক, স্ট্যান্ডার্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজার কামরুজ্জামান, প্রকশোলী টিপু সুলতান, উপজেলা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইসমাইল হোসেন, গ্রামিন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাঞ্চন প্রমুখ।
অন্যদিকে, চুয়াডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শাখা কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুস শুকুর। প্রধান অতিথি ছিলেন খুলনা জোনের প্রধান মনজুর হাসান। বিশেষ অতিথি ছিলেন ডা. ইরামুল হক, বঙ্গ পিভিসি পাইপ কারখানার স্বত্ত্বাধিকারী সেলিম আহমেদ প্রমুখ।
এছাড়াও আলমডাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীর মতবিনিময় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ দলীয় কর্যালয়ে মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা সিরাজ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর মহিলা ভাইস চেয়ারম্যান সাহজাদী আলম মিলি, জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য কাজল রেখা, জেলা পরিষদ সদস্য হাসিনা খাতুন, প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস। উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক আন্জিরা খাতুনের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবেয়া খাতুন, শাহনাজ খাতুন, জেসমিন খাতুন, আরজিনা খাতুন, রিতা খাতুন, জাহিদা খাতুন, শিউলি খাতুন, কহিনুর বেগম, মুসলিমা খাতুন প্রমুখ। অনষ্ঠানে চুয়াডাঙ্গা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ৫০ জন দুস্থ নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
দর্শনা অফিস জানিয়েছে, দামুড়–হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ওয়েভ ফাউন্ডেশন ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন প্রবীণ কমিটির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা মুনতাজ আলী, কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, সাংবাদিক হানিফ ম-ল, আওয়াল হোসেন, আব্দুর রহমান, মহিউদ্দিন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামন যুদ্ধ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন।