স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নূরনগরের বাকেরকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যার দিকে বাকেরের নিজ এলাকা থেকে তাকে আটক করেন সদর ফাঁড়ি পুলিশ। এ সময় পালিয়ে গেছে বাকেরের কয়েকজন সহযোগী।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম বিপিএম, এটিএসআই হেলাল সঙ্গীয় ফোর্সসহ নূরনগর এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একই এলাকার সু সাহেব ওরফে জাহাঙ্গীরের ছেলে বাকেরকে (২৭) আটক করলেও পালিয়ে যায় আরও দুয়েকজন। বাকেরের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি চাপাতি। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সন্ধ্যারাতে নূরনগর এলাকায় অভিযান চালিয়ে বাকের নামের একজনকে চাপাতিসহ গ্রেফতার করে সদর ফাঁড়ি পুলিশ। এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে আর এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।