চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গীত ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গীতানুষ্ঠান, আলোচনা ও নাটক মঞ্চস্থ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে চুয়াডাঙ্গা শিল্পকলার মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় দর্শনা আনন্দধামের শিল্পীদের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে। পরে একই মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনার বিষয় ছিলো ‘বাংলা নাটক : ক্রমবিকাশের ধারায়’। আলোচনা সভায় উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও অরিন্দমের সাবেক সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা অনির্বাণ থিয়েটারের উপদেষ্টা অ্যাড. শহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে একই স্থানে মঞ্চস্থ হয় অনির্বাণ থিয়েটারের নাটক হিং-টিং-ছট্। পুরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিন্দমের নৃত্য ও সঙ্গীত বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক সম্পাদক সঙ্গীত শিল্পী শান্ত আহমেদ।