একুশে পদকপ্রাপ্ত বাউল খোদা বকশ শাহের ৩০তম তিরোধান উপলক্ষে
স্টাফ রিপোর্টার: একুশে পদকপ্রাপ্ত দেশের প্রথম বাউল সাধককবি-সুরসাগর মহাত্মা খোদা বকশ শাহের ৩০তম তিরোধান উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়েনর জাহাপুর গ্রামে খোদাবকশ শাহ নিকেতন প্রাঙ্গণে আগামী ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার লোকজ বাউল মিলন মেলার আয়োজন করা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিকেল চারটায় সাধুদের উপস্থিতিতে অধিবাস শুরু হবে। সন্ধ্যায় জ্ঞান রতœাকর ফকির লালন সাঁইজি ও সাধককবি খোদাবকশ শাহের জীবনী নিয়ে আলোচনা। এরপর খোদাবকশ শাহ, দ্দুদু শাহ ও পাঞ্জুশাহসহ সাধকদের গান পরিবেশন। মধ্যরাত পর্যন্ত চলবে এই অধিবাস সেবা। খোদাবকশ শাহের বড় ছেলে ও খোদা বকশ শাহ স্মৃতি পরিষদের সভাপতি মনের মানুষ ছায়াছবির প্রখ্যাত শিল্পী আব্দুল লতিফ শাহ সকল ভক্ত ও অনুরাগীদেরকে এই অনুষ্ঠানমালায় যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
খোদা বকশ শাহ ১৯২৮ সালের ১৩ এপ্রিল (১৩৩৪ বঙ্গাব্দের ৩০ চৈত্র) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৩৯৬ সালের পয়লা মাঘ (১৯৯০) ইহলোক ত্যাগ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯১ সালে খোদা বকশ শাহকে মরণোত্তর একুশে পদক প্রদান করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক খোদা বকশ শাহ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত লালন সঙ্গীত শিল্পী ছিলেন। জীবদ্দশায় তিনি নিজেও ৯৫০টি গান রচনা করেন।