বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যক্রম পরিদর্শন করলেন সদর ইউএনও

 
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের গুলশানপাড়ায় অবস্থিত কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এখানকার পরিচ্ছন্ন পরিবেশ স্বল্পমূল্যে চিকিৎসার ব্যবস্থা, ফিজিওথেরাপি ও আবাসনের সুবিধা এ জেলায় প্রবীণদের স্বল্প খরচে সেবা পাওয়ার ব্যবস্থা দেখে উচ্ছাস প্রকাশ করেন। তিনি সেবামূলক এ কাজে সম্ভাব্য সকল খাতে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার বিকেলে প্রবীণ হিতৈষী কার্যালয়ে পৌঁছুলে সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও রওশন আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ একিউএম আলফাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, নির্বাহী সদস্য একেএম আলী আখতার, আবু বকর, আবু সাইদ হেলাল নূর, আবুল কালাম আজাদ, জীবন সদস্য অধ্যক্ষ হামিদুর হক মুন্সী, গোলাম সরওয়ার প্রমুখ।