দামুড়হুদা ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার : দুজনের নামে মামলা

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দু চোরাকারবারী ফেনসিডিল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় দু চোরাকারবারীর নামে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই শেখ রফিকুল ইসলাম, এএসআই রমেন সরকার, এএসআই সাইদুজ্জামান, এএসআই লিয়াকত হোসেন, এএসআই মসলেম এএসআই মহানন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ঝাঝাডাঙ্গা গ্রামে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঝাঝাডাঙ্গা গ্রামের মহিউদ্দীনের ছেলে হাবিবুর রহমান খোকন (৪৩) এবং একই গ্রামের মাহবুবুর রহমান মোংলার ছেলে জুয়েল (২৮) বস্তাভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় দামুড়হুদা মডেল সেকেন্ড অফিসার এসআই শেখ রফিকুল ইসলাম বাদি হয়ে হাবিবুর রহমান খোকন ও জুয়েলকে আসামি করে গতকাল রাতেই মামলা দায়ের করেছেন। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।