চুয়াডাঙ্গায়  ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে গাঁজাসহ মঙ্গল উদ্দিন মজিদ নামের একজনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন এনডিসি সিব্বির আহমেদ। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গুচ্ছগ্রামে এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্ত মঙ্গল উদ্দিন মজিদ একই এলাকার মৃত ওয়াজ আলী ম-লের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানতে পারে যে, সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গুচ্ছগ্রামের মৃত ওয়াজ আলী মন্ডলের ছেলে মঙ্গল উদ্দিন মজিদ (৪৫) নিজ বাড়িতে গাঁজাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এনডিসি সিব্বির আহমেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিভাগীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। এ সময় আটক করা হয় মঙ্গল উদ্দিন মজিদকে। একইসাথে উদ্ধার করা হয় ২৫০ গ্রাম গাঁজা। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মজিদকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।