আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে ৪জনের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেড হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আলামীন হোসেরন (২০) দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিলো। গতকাল আলমডাঙ্গা থানার এসআই আতিকুর রহমান জুয়েল ও এএসআই শাহাবুদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে আলামীনকে গাঁজাসহ আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলামীনকে গাঁজা সেবনের অপরাধে ৪ মাসের কারাদ- দেন। অপরদিকে উপজেলার পাঁচকমলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচকমলাপুর মাদরাসার নিকট থেকে গাঁজা সেবনকালে গ্রামের মৃত আইযুব আলীর ছেলে আজাদ আলী (৪৫), একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে হামিদুল ইসলাম (৪৫) ও ফাকের আলীর ছেলে মাসুদ আলীকে (৫৬) আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে আজাদ আলী, হামিদুল ইসলাম ও মাসুদ আলী প্রত্যেককে ১ মাস করে কারাদ- প্রদান করেন।