আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বেলা ২টার দিকে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে আসাবুল হক ঠা-ু, সাজিবার রহমান, সমীর কুমার দে, জয়নাল আবেদীন, বিল্লাল গণি, আব্দুল হান্নান মাস্টার, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম লাল্টু, তরিকুল ইসলাম, আইনাল হক, তোফাজ্জেল হোসেন বিশ্বাস, মোজাম্মেল হক, হায়াত আলী, উপজেলা মহিলা লীগ সভানেত্রী সাহিদা ইসলাম সম্পাদিকা জেলা পরিষদের সদস্য কাজল রেখা, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, আওয়ামী লীগ নেতা শিপন মেম্বার, পান্না, আজম মোল্লা, শরিফুল ইসলাম, শমসের আলী প্রমুখ।