আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া মরহুমা রোমলা খাতুন স্মৃতি সিক্সে সাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাংবাড়িয়া ফুটবল মাঠের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত খেলায় হারদী টাইগার ক্লাব একাদশ ও ভাংবাড়িয়া স্বপ্নছোঁয়া স্টুডিও একাদশ মুখোমুখি হয়। হারদী টাইগার ক্লাব একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ৬৪ রান সংরক্ষণ করে। জবাবে ভাংবাড়িয়া স্বপ্নছোঁয়া স্টুডিও একাদশ ব্যাট করতে নেমে ৬ বল হাতে রেখে ৪ উইকেটে জয়লাভ করে। খেলায় বিজয়ী দলকে অর্থ ও বড় টফি এবং রানারআপ দলকে অর্থ ও ছোট ট্রফি প্রদান করা হয়েছে। আম্পায়ার ছিলেন সজিব আহমেদ ও সুমন হসেন। খেলায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বিপ্লব মাস্টার, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মিজানুর রহমান বাদল, বিল্লাল হোসেন, উজ্জ্বল হোসেন, শিলন মিয়া, সজল আহমেদ, রুবেল হোসেন, নিশান হোসেন, এনামুল হক, রনি হসেন, জাকিরুল ইসলাম, সাইফুল ইসলাম, হৃদয় হোসেন, আশরাফুল ইসলাম আশা, বিদ্যুত হোসেন, নাজমুল হোসেন, আকাশ আলী, জাফর ইকবাল, সাজেদুল ইসলাম, সিফাত উল্লাহ, সেলিম রেজা, ইশতিয়াক, মাহফুজুর রহমান, নিশান আলী, জুয়েল রানা, সোহেল রানা, সিরাজুল ইসলাম প্রমুখ। ধারাভাষ্য ছিলেন সেলিম রেজা।