মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি‘র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলামসহ অত্র উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন একাডেমি সুপার ভাইজার হাসনাইন করিম।
উল্লেখ্য, গত রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।